ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নগরীর উন্নয়নে ২৭৯ কোটি টাকা দেবে কুয়েত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
নগরীর উন্নয়নে ২৭৯ কোটি টাকা দেবে কুয়েত

ঢাকা: নগরীর উত্তর সিটি করপোরেশনের উন্নয়নে ২৭৯ কোটি টাকা দেবে কুয়েত। এর মাধ্যমে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, আগারগাঁও এবং ভাষানটেক এলাকার সড়কের উন্নয়ন হবে।



‘ইমপ্রুভমেন্ট অব আরবান রোড ইন নর্থ ঢাকা সিটি করপোরেশন’ প্রকল্পের আওতায় দুর্ঘটনা ও যানজট কমানো, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সড়কবাতি স্থাপনের জন্য এ অর্থ ব্যয় করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ২৭৯ কোটি ৫১ লাখ টাকা ঋণ সহায়তা আসবে কুয়েত ফান্ড ফর আরব ইকোনোমিক ডেভেলপমেন্ট থেকে।
 
এ বিষয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও কুয়েতের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং কুয়েত ফান্ডের পক্ষে সংস্থাটির উপমহাপরিচালক হামাদ আল-ওমর স্বাক্ষর করেন।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৩১০ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে কুয়েত ফান্ড দেবে ২৭৯ কোটি ৫১ লাখ টাকা। বাকি ৩০ কোটি ৭৫ লাখ টাকা দেবে বাংলাদেশ সরকার।
 
কুয়েত ফান্ডের দেওয়া ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করা হবে, যার বার্ষিক সুদের হার ১ দশমিক ৫ শতাংশ এবং সার্ভিস চার্জ শূন্য দশমিক ৫ শতাংশ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উওর সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্প বাস্তবায়নের ফলে নগরীর উন্নয়নের এক নতুন দিগন্ত সূচিত হবে। কুয়েতের ঋণে উত্তর সিটি কর্পোরেশনে সড়তবাতি স্থাপন করে নগরীর নতুন রূপ উপভোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।