ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খেলাপি কৃষকের মামলা প্রত্যাহারের নির্দেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
খেলাপি কৃষকের মামলা প্রত্যাহারের নির্দেশ

ঢাকা: আপোসরফা বা সমঝোতার মাধ্যমে খেলাপি কৃষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার(২৩ ফেব্রুয়ারি’২০১৫) বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।



বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, কৃষকের তামাদি ঋণ নিয়মিত করে আপোসরফা বা সমঝোতার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কৃষকের বিরুদ্ধে যেসব সার্টিফিকেট মামলা করেছে তা প্রত্যাহার করতে হবে। সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণসহ সব কৃষিঋণ আদায়ে তদারকি জোরদারকরণ ও প্রয়োজনে আলাদা আদায় সেল বা ইউনিট গঠন করতে হবে। কৃষিঋণ ব্যবহার ও পরিশোধের গুরুত্ব, মামলার ভয়াবহতা ও পরিণতি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য সভা-সমাবেশ করতে হবে। অনাদায়ী ঋণগুলো তামাদি হওয়ার আগে চিহ্নিত করে সহজ কিস্তি আদায়ের মাধ্যমে নিয়মিতকরণের ব্যবস্থা করতে হবে।

একইভাবে নিয়মিত ঋণ পরিশোধকারী কৃষককে পুরস্কার প্রদান ও তা প্রচারের ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।