ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়েস্ট জোন পাওয়ার-ফার্স্ট সিকিউরিটি ব্যাংক চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ওয়েস্ট জোন পাওয়ার-ফার্স্ট সিকিউরিটি ব্যাংক চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে করপোরেট চুক্তি সই করেছে।

চুক্তি অনুসারে এখন থেকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৭, ৫০, ০০০ গ্রাহক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড- এর মোবাইল ব্যাংকিং সেবা এফএসআইবিএল ফার্স্ট পে শিওর ক্যাশ- এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(চলতি দায়িত্ব) সৈয়দ ওয়াসেক মো. আলীর উপস্থিতিতে ব্যাংকের আইসিটি ডিভিশনের প্রধান তাহের আহমেদ চৌধুরী ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সরওয়ার হোসেইন এবং প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত খানকে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এসময় অন্যদের মধ্যে ব্যাংকের বিপনণ, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান আজম খান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর মোতাহার হোসেইনসহ অন্য ঊর্ধ্বতনকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।