ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক- নভোএয়ার চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সিটি ব্যাংক- নভোএয়ার চুক্তি সই

ঢাকা: দি সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ডের গ্রাহকেরা দেশের অভ্যন্তরে বেসরকারি বিমান পরিচালনকারী প্রতিষ্ঠান নভোএয়ারে ভ্রমণে একটি টিকিট কিনলে একটি বিনা মূল্যে পাবেন। এই অফারটি মার্চ মাস পর্যন্ত চলবে।



দি সিটি ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সম্প্রতি এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করে নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান সোহেল মজিদ ও সিটি ব্যাংকের মার্চেন্ট বিজনেস বিভাগের প্রধান মেহেদী জামান।

নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের সহকারী ব্যবস্থাপক এ কে এম মাহফুজুল আলম বলেন, একটি টিকিট কিনলে একটি ফ্রি অফারের পাশাপাশি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের ভিত্তিতে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ডের গ্রাহকেরা ট্রাভেল ভাউচার পাবেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।