ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই’র নির্বাচন ২৩ মে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
এফবিসিসিআই’র নির্বাচন ২৩ মে

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ পরিচালনা নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৩ মে। পর্ষদের নতুন মেয়াদের সভাপতি, প্রথম সহসভাপতি ও সহ-সভাপতি নির্বাচন হবে ২৫ মে।



মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি’২০১৫) এফবিসিসিআইর নির্বাচন বোর্ডের সভা থেকে নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়েছে।

সভায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামসুল আলম ও কেএমএন মঞ্জুরুল হক লাভলু।

সিদ্ধান্ত মোতাবেক সদস্য সংস্থা চেম্বার-অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধি মনোনয়নের শেষ তারিখ ২৫মার্চ, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ৩০ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা ৯ এপ্রিল ও পরিচালক পদে প্রার্থিতা দাখিলের শেষ সময় ১৯ এপ্রিল, পরিচালক পদে নির্বাচন ২৩ মে।

এফবিসিসিআইর মহাসচিব মীর সাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বকেয়া চাঁদা পরিশোধের শেষ তারিখ ২৪ মার্চ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।