ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিনবরা ফাউন্ডেশনের ট্রাস্টি চেয়ারম্যান সাইফুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এডিনবরা ফাউন্ডেশনের ট্রাস্টি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফুল ইসলাম

ঢাকা: ‘দ্য ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এসএসএল ওয়ারলেসের  ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

রোববার (০৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে তিনি ওই অ্যাওয়ার্ডের আওতাধীন বাংলাদেশ বিষয়ক কর্তৃপক্ষ ন্যাশনাল  চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।

ব্যবসায়ী সাইফুল ইসলাম মূলত কনকর্ড গার্মেন্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্বত্ত্বাধিকারী। তিনি ১৯৫৩ সালের ২২ মে জন্ম নেন। তিনি রফতানিযোগ্য তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল ও তথ্যপ্রযুক্তিতে তার ব্যবসা বিস্তার করে মেধার স্বাক্ষর রেখেছেন।

প্রাক্তন এ সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সাইফুল ইসলাম এম.এম. ইস্পাহানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানি অনারারি সেক্রেটারি এবং স্ট্যার্ন্ডাড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ. আনোয়ার ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।