ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছেন উচ্চ ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।

সোমবার (০৫ অক্টোবর) সকালে আশুলিয়ার বাইপাইলে প্রায় শতাধিক শ্রমিক এ কর্মসূচি পালন করেন।



শ্রমিকরা জানান, আশুলিয়ার জামগড়ায় উচ্চ ফ্যাশন লিমিডেট কর্তৃপক্ষ বিনা নোটিশে বেতন-ভাতা ছাড়া প্রায় দেড় শতাধিক শ্রমিককে নিয়ম বর্হিভূত ছাটাই করে। এজন্য ছাটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

এসময় শ্রমিকরা তাদের উপর হুমকি-ধামকি ও নির্যাতন বন্ধসহ প্রতি মাসের বেতন সাত তারিখের মধ্যে পরিশোধের দাবি জানান।

শ্রমিকদের এ দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।