ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাচাঁপাট রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
কাচাঁপাট রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঢাকা: সকল প্রকার কাচাঁপাট রফতানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সোমবার (২৮ মার্চ) কাচাঁপাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে।



এতে বলা হয়, পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক কাচাঁপাট রফতানির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত বছর পহেলা নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ওই বছর ৩ নভেম্বর থেকে এক মাস পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হয়। ওই বছরই ২ ডিসেম্বর আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হয়।

চলতি বছরের ৫ জানুয়ারি এক আদেশের মাধ্যমে ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যুকৃত ২৫১টি এলসির বিপরীতে ২ দশমিক ৭৭ লাখ বেল কাঁচাপাট রফতানির জন্য অনুমোদন প্রদান করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬/আপডেট: ১৭১৭ ঘণ্টা.
এমআইএইচ/এটি

** পাট রফতানি বন্ধের নির্দেশনা শিথিল
** এক মাস কাঁচা পাট রফতানি বন্ধ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।