ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট অনলাইন প্রকল্প পরিবর্তন হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ভ্যাট অনলাইন প্রকল্প পরিবর্তন হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১ জুলাই থেকে ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


 
মঙ্গলবার (২৯ মার্চ) আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি পর‌্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
 
উপস্থিত কর্মকর্তারা জানতে চান, ১ জুলাই থেকে প্রকল্প বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। ব্যবসায়ী মহল কিছু বিরোধিতা করছে। সেক্ষেত্রে রাজনৈতিকভাবে এ প্রকল্প বাস্তবায়নে কোনো বাধা আছে কিনা। এরই প্রেক্ষিতে অর্থমন্ত্রী একথা বলেন।
 
মন্ত্রী বলেন, ভ্যাট অত্যন্ত সহজ প্রক্রিয়া। সৎ ব্যবসায়ীরা এর বিরোধিতা করবেন না। তবে প্রকল্প বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ, সহযোগিতা বাড়াতে হবে।
 
এ প্রকল্প বাস্তবায়নে প্রচার ও হিসাব সংরক্ষণ পদ্ধতি সংস্কার খুবই দরকার। এখন থেকে আধুনিক হিসাব সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে সবাইকে সচেতন ও মেশিন ব্যবহারে অভ্যস্থ করে তোলার পরামর্শ দেন অর্থমন্ত্রী।
 
মেশিন ব্যবহারে অভ্যস্থ হলে অনলাইনে ভ্যাট আদায় কঠিন হবে না। ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তন হবে না। উন্নয়ন করতে রাজস্ব প্রয়োজন। রাজস্ব না বাড়লে উন্নয়ন কিভাবে হবে বলেও প্রশ্ন করেন অর্থমন্ত্রী।
 
ব্যবসায়ীদের বিরোধিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু বিরোধিতা হবে। তবে সৎ ব্যবসায়ীরা ভ্যাট অনলাইনের বিরোধিতা করবেন না।
 
১২৪টি দেশে ভ্যাট আদায় প্রক্রিয়া রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ে কর্মকর্তারা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে।
 
মন্ত্রীর তিনটি নির্দেশনা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ২৪ বছর পর ১ জুলাই ভ্যাট অনলাইন কার্যক্রম শুরু হচ্ছে। করদাতাদের সঙ্গে যোগাযোগ, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে করে বুঝিয়ে সচেতন করে তোলা ও ব্যবসায়ীরা তাদের হিসাব (ক্যাশ রেজিস্ট্রার, ইসিআর মেশিন ব্যবহার) যাতে সুস্পষ্ট করেন, ভ্যাট কালেকশন করতে গিয়ে যাতে সততার সঙ্গে ও সেবার মনোভাব নিয়ে কাজ করেন।
 
তিনি বলেন, ভ্যাট অনলাইন পুরো ডিজিটাল পদ্ধতি হওয়ায় সাইবার সিকিউরিটির বিষয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে। অনলাইন ভ্যাট দিয়ে শুরু হলেও আয়কর, কাস্টমস এগুলোর সঙ্গে ইন্ট্রিগ্রেশন হবে।
 
সভায় করদাতাদের সঙ্গে যোগাযোগ, যথাযথ হিসাব, কর্মকর্তাদের প্রশিক্ষণ, সাইবার সিকিউরিটি, ইন্ট্রিগ্রেশন, স্বাধীন ভেরিফিকেশন ও তথ্যের অবাধ প্রবাহ এ সাতটি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান চেয়ারম্যান।
 
সভায় অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন, সিজিএ আবুল কাশেম, এনবিআরের সদস্য ও প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।