ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্যাকেজ ভ্যাট’ চায় সুপার মার্কেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
‘প্যাকেজ ভ্যাট’ চায় সুপার মার্কেট

ঢাকা: বাংলাদেশে সুপার মার্কেট প্রসারে পণ্যের ওপর ‘প্যাকেজ ভ্যাট’ চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন।

 

মঙ্গলবার (২৯ মার্চ) এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের সহ সভাপতি কাজী ইনাম আহমেদ বলেন, একই রকম ব্যবসা পরিচালনা করে দেশের জেনারেল স্টোরগুলো প্যাকেজ ভ্যাট দিতে পারে। কিন্তু সুপার মার্কেটগুলোতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৪ শতাংশ ভ্যাট আদায় করতে অনেকে সুপার মার্কেটের প্রতি অনীহা প্রকাশ করেন। ভ্যাটের এ অসম প্রতিযোগিতার কারণে সুপার মার্কেটের প্রসার হচ্ছে না। এ শিল্পের প্রসারে সুপার মার্কেটগুলোকে ‘প্যাকেজ ভ্যাট’র আওতায় আনার জোর দাবি জানান।

 ২০১০-১১ অর্থবছরে এ শিল্পের ওপর মাত্র ১ দশমিক ৫ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ২ শতাংশ হারে ভ্যাট আদায় করা হতো। তবে ২০১২-১৩ অর্থবছরে এ হার ৪ শতাংশে উন্নীত করা হয়।

তিনি আরও বলেন, সারাবিশ্বে আজ সুপার মার্কেট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ায় সুপার মার্কেটের সংখ্যা ১৪ হাজার, ভারতে ৩ হাজার, শ্রীলঙ্কায় ১ হাজার। তবে বাংলাদেশে এ মার্কেটের সংখ্যা মাত্র ১২০টি। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

প্রতিবেশী দেশগুলোতে সুপার মার্কেট প্রসারের কারণ হিসেবে কাজী এনাম আহমেদ উল্লেখ করেন, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য এ শিল্পের ভূমিকা অনুধাবন করে এসব দেশের সরকার এ শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রেখেছে। যদিও বাংলাদেশে এ শিল্পের বিকাশে অনেক বাধা রয়েছে।

তবে, সরকার যদি এ শিল্পের প্রসারে বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়ন করে তবে বাংলাদেশেও এ শিল্প ২০২১ সালের মধ্যে একটি পরিণত অবস্থানে পৌঁছাবে।

তিনি বলেন, ভ্যাট ও ক্যাপিটাল মেশিনারিজ আমদানি শুল্কের কারণে গত একবছরে মীনা বাজারের ৪টি, অ্যাগোরা ৭টিসহ প্রায় ২০টি বন্ধ হয়ে গেছে। প্যাকেজ ভ্যাটের আওতায় আসলে এ মার্কেট এগিয়ে যাবে।

পরে ব্যবসায়ীদের দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, এনবিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।