ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রেষ্ঠ রিটেইল ব্যাংক পুরস্কার পেলো ইবিএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
শ্রেষ্ঠ রিটেইল ব্যাংক পুরস্কার পেলো ইবিএল

ঢাকা: ‘বাংলাদেশের শ্রেষ্ঠ রিটেইল ব্যাংক-২০১৬’ পুরস্কার লাভ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

মঙ্গলবার (২৯ মার্চ) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি হংকংয়ে আয়োজিত দ্য এশিয়ান ব্যাংকার্স ইন্টারন্যাশনাল এক্সিলেন্স ইন রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ইবিএলকে এ স্বীকৃতি দেওয়া হয়।

ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ব্যাংকের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

দ্য এশিয়ান ব্যাংকার প্রবর্তিত বিশ্বের খ্যাতনামা ব্যাংকার ও বিশেষজ্ঞদের পরিচালিত পুরস্কারটি সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়।

এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলোর প্রায় ২০০ জন সিনিয়র কর্মকর্তা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।