ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি

ঢাকা: বেসরকারি খাতের আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১০শতাংশ শেয়ার কিনেছে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপটমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)।

 

মালিকানা হস্তান্তর নিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে  চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান ও আইসিডির প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ আল আবুদি।

চুক্তি অনুযায়ী আইসিডি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সকল সভায় আইসিডির নির্বাহী উপস্থিত থাকবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, আইসিডির পরিচালখ নাজমুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।