ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এবার জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫-২০১৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ। আর আগামী অর্থবছরে এটি বেড়ে দাঁড়াবে ৬.৯ শতাংশে।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান আউটলুক ২০১৬’- এ বাংলাদেশের প্রবৃদ্ধির এ পূর্বাভাস জানানো হয়।

এডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট পারভেজ এমদাদ।


‘এশিয়ান আউটলুক ২০১৬’ তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, তৈরি পোশাক রফতানির উচ্চ প্রবৃদ্ধিতে ভর করে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ এবং ২০১৭ অর্থবছরে তা ৬.৯ শতাংশে উন্নীত হবে।

তবে প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বাড়ানো ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে জোর দিতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকেলে ভোক্তা ও উদ্যোক্তাদের আস্থা ফিরে আসবে, যা প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।

এডিবি জানায়, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৬.২ শতাংশে নেমে আসতে পারে, তবে ২০১৭ অর্থবছরে তা ঊর্ধ্বমুখী হয়ে ৬.৫ শতাংশে গিয়ে ঠেকতে পারে।

সংবাদ সম্মেলনে কাজুহিকো হিগুচি বলেন, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন বাড়াতে পারে। একইসঙ্গে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও ট্যাক্স পলিসিকে আধুনিক করে তোলার দরকার রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘন্টা, মার্চ ৩০, ২০১৬
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।