ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মুন্সীগঞ্জে ভিশন ইম্পোরিয়ামের আউটলেট উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ৯, ২০১৬

ঢাকা: মুন্সীগঞ্জে ইলেকট্রনিক্স পণ্য বিপণনে ভিশন ইম্পোরিয়ামের একটি আউটলেট চালু করেছে আরএফএল। সম্প্রতি সদর উপজেলার মানিকপুরে আউটলেটটি উদ্বোধন করেন ইলেকট্রনিক্স পণ্য ভিশন’র  ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএফএল’র পরিচালক আর এন পাল, বেস্টবাই’র প্রধান পরিচালন কর্মকর্তা গিয়াস উদ্দিন বিশ্বাস, হেড অব রিটেইল আলী এ মুবিন এবং ভিশন ইম্পোরিয়ামের ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান।

আর এন পাল বলেন, এ আউটলেটে ভিশনের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে। সারাদেশে আউটলেট চালু করার লক্ষ্যে ভিশন ইম্পোরিয়াম কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।  

উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদ হাসান বলেন, ভিশনের ইলেকট্রনিক্স পণ্য গুণগত ও মানসম্পন্ন। ক্রেতাদের নির্দ্বিধায় ভিশন পণ্য ব্যবহার করার আহ্বান জানান এ অভিনেতা।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভিশন ইম্পোরিয়ামের ৩২টি বিক্রয়কেন্দ্র চালু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ০৯, ২০১৬
পিআর/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।