ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ৯, ২০১৬
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেন

ঢাকা: উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সোমবার (৯ মে) দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রবিউল হোসেন। এর আগে তিনি একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী রবিউল হোসেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি এবং ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ)’ ডিগ্রি অর্জন করেন।

রবিউল হোসেন ১৯৮৭ সালে প্রবেশনারি অফিসার হিসেবে উত্তরা ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন সময়ে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগ, ট্রেজারি বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগ, আভ্যন্তরীণ নিরীক্ষণ ও পরিপালন বিভাগ, ঋণ আদায় বিভাগ, প্রকৌশল বিভাগ, ব্যবসায় উন্নয়ন বিভাগ, অন-লাইন সেল, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ এবং সম্পদ-দায় ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেন এবং একই বছর তিনি ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি বিভন্ন সময় অস্ট্রেলিয়া এবং এশিয়া ও ইউরোপের ১৪টি দেশ ভ্রমণ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসই/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।