ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টার্নওভার নির্ধারণ করে কর পরিশোধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৬
টার্নওভার নির্ধারণ করে কর পরিশোধের দাবি ছবি: শাকিল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টার্নওভার নির্ধারণ করে কর পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরাম।
 
শনিবার (১৪) মে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।


 
সংবাদ সম্মেলনে খুচরা ব্যবসায়ীদের প্যাকেজ ভ্যাট পরিশোধের বিধান করার দাবি জানানো হয়।
 
এছাড়া ক্ষুদ্র ও কুঠির শিল্পের ক্ষেত্রে ৩৬ লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত টার্নওভারের উপর ৩ শতাংশ হারে টার্নওভার কর পরিশোধ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সকল সেবাখাতে মূল্য সংযোজন কর ২৬.৬৭ শতাংশ হিসেবে গণনা করে তার উপর ১৫ শতাংশ মূসক পরিশোধের বিধান করার দাবি জানান ব্যবসায়ীরা।
 
ব্যবসায়ী পর্যায়ে তালিকাভূক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তির ক্ষেত্রে যারা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করে তাদের টার্নওভারের পরিমাণ ১৩.৩৩ শতাংশ হিসেবে গণনা করে ১৫ শতাংশ টার্নওভার পরিশোধের বিধান করারও দাবি জানানো হয়।
 
সংগঠনের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ দীন মোহমাম্মদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এমইআইএইচ/জিসিপি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।