ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ বছরে বন্ধ হয়েছে ৬১৮ কারখানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
৩ বছরে বন্ধ হয়েছে ৬১৮ কারখানা

ঢাকা: দেশে নানা প্রতিবন্ধকতায় গত তিন বছরে ৬১৮টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে  গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

শনিবার ( মে ১৪) দুপুরে রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ‘র নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সিদ্দিকুর রহমান বলেন,  দেশের গার্মেন্টস ব্যবসা ধরে রাখতে ব্যবসায়ীদের হিমশিম খেতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের মূল্য কমে গেছে। আর উৎসে করও আমাদের জন্য বর্তমান হারে দেয়া কঠিন হয়ে পড়েছে। ডলারের মূল্য কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে আমাদের একাধিক প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। নানা কারণে গত তিন বছরে বাজারে টিকে থাকতে না পেরে ৬১৮টি কারখানা বন্ধ হয়ে গেছে। আরো প্রায় ৩১৮টি কারখানা সামনে বন্ধ হতে বসেছে।

এ সব সমস্যা মাথায় রেখে আসন্ন বাজেটে গার্মেন্টেসে ব্যবহৃত পণ্য শুল্কমুক্ত করার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, আমাদের পোশাক শিল্পের রফতানিতে আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হচ্ছে না। আমাদের সরকারি সহায়তা প্রয়োজন। আসন্ন বাজেটে কর্পোরেট কর কমানো উচিত। তাছাড়া উৎসে কর শূন্য দশমিক ৩ শতাংশ করারও দাবি জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ সভাপতি এস এম মান্নান কচি, বিজিএমইএ এর সহ সভাপতি মোহাম্মদ নাসির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।