ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রমজানজুড়ে আইসিসিবি’তে জমকালো ‍সাউথ এশিয়ান ফ্যাশন ফেস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
রমজানজুড়ে আইসিসিবি’তে জমকালো ‍সাউথ এশিয়ান ফ্যাশন ফেস্ট ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ঈদ-উল ফিতরে ফ্যাশন সচেতনদের নতুন রুপে সাজানোর পাশাপাশি দেশে আন্তর্জাতিক মানের পণ্য তৈরির কৌশল, উদ্যোক্তা তৈরিসহ পণ্য কেনার সুযোগ করে দিতে রমজান মাসজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেলা। মাসব্যাপী মেলাটির আয়োজন করছে দেশের বৃহত্তম আন্তর্জাতিক মানের ভেন্যু ইন্টারন্যাশনাল  কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি)।

স্বনামধন্য দেশি সেলিব্রেটিদের উপস্থিতিতে আগামী ৭ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত ‘সাউথ এশিয়ান ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ফেস্ট ফেয়ার’ শীর্ষক মেলাটি অনুষ্ঠিত হবে।

আধুনিক ঢাকার প্রাণকেন্দ্র কুড়িল বিশ্বরোড, ৩০০ ফুট রাস্তার কাছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি-২ অর্থাৎ ‘পুষ্পগুচ্ছ’-এ মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন মেলাটির ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম, কালের কন্ঠ, ডেইলি সান ও আরটিভি।

রোববার (১৫ মে) আইসিসিবি’তে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবি ও মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, মেলায় দেশের নামকরা ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি থাকছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া,  সিঙ্গাপুর ও চীনের নামি-দামি প্রতিষ্ঠানের পোশাকের সমাহার। এতে সব বয়সী ছেলে-মেয়েদের পোশাকের পাশাপশি থাকছে জুয়েলারি, কসমেটিকস, লেদার অ্যান্ড গুডসের সব আইটেম। এছাড়া থাকছে বিউটি অ্যান্ড স্পা।

ফ্যাশন ফেস্টে রুচিসম্মত পোশাকের ওপর জোর দেওয়া হচ্ছে। ক্রেতারা দেশি নামি-দামি প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি ব্র্যান্ডের পোশাকের তুলনা করে পছন্দের পোশাকটি সহজেই কিনতে পারবেন বসুন্ধরা কনভেনশন সিটি থেকে।

মেলায় প্রতিদিন দু’জন করে ফ্যাশন আইকন উপস্থিত থাকবেন। ক্রেতারা তারকাদের সঙ্গে বিভিন্ন ধরনের আলাপসহ সেলফি তুলতে পারবেন। সেলিব্রেটি ক্রিকেটার, শো’বিজ তারকা, নিউজ মিডিয়ার সেলিব্রেটি, সাহিত্যের সেলিব্রেটি, শিক্ষকসহ সব ধরনের সেলিব্রেটি ব্যক্তিত্বকেই ফেস্টে রাখা হবে।

মেলায় সেলিব্রেটিদের সঙ্গে সেলফি তুলতে সেলফি জোন ও গল্প আড্ডার জন্য থাকছে ইন্টাৠাকশন জোন। এছাড়াও থাকছে ট্রায়াল জোন ও বিউটি ট্রিপস কর্নার।

মেলা থেকে নির্দিষ্ট পরিমাণ পোশাক কিনলেই প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন ক্রেতারা।

দর্শনার্থীদের জন্য ব্যতিক্রমী এ মেলায়  এক ছাদের নিচে মনোরম পরিবেশে বাহারি পোশাক কেনাকাটার সুযোগসহ থাকছে আরও নানা আয়োজন। মেলায় দেশি-বিদেশি মিলে আট ফুট বাই আট ফুট সাইজের মোট ৯৫টি স্টল থাকবে। মেলা চলাকালে স্টল নিতে খরচ হবে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘ফ্যাশন মানেই সৌখিনতা ও আত্মার সন্তুষ্টি। আমি যখন কুমিল্লায় পড়াশোনা করতাম, তখন খদ্দর পরা এক ধরনের ফ্যাশন ছিল। এটা পরতে খুব ভালো লেগেছিল। এতে বেশি টাকাও খরচ হতো না। বর্তমানে ফ্যাশনের চিন্তা-চেতনা আরও উন্নত হয়েছে। অল্প টাকা খরচ করেও মনের তৃপ্তি পাওয়া সম্ভব। সেই চিন্তাধারা থেকেই আইসিসিসি-বি আন্তর্জাতিক মানের মেলার আয়োজন করতে যাচ্ছে। আশা করছি, সবার পদচারণায় মাসব্যাপী মেলা থাকবে প্রাণবন্ত’।

আইসিসিবি’র হেড অব অপারেশন এম এম জসীম উদ্দীন বলেন, ‘মেলাকে প্রাণবন্ত করতে ৩৫ জন সেলিব্রেটি বিভিন্ন সময় অংশ নেবেন। শুধু বাণিজ্যিক চিন্তা নিয়ে আমরা মেলায় আয়োজন করছি না। দেশের শিল্পের বিকাশেও এই মেলা অবদান রাখবে’।

‘আইসিসিবি দেশের মধ্যে গ্রেট ভেন্যু। এটা যেন সবার কাছে আরও পরিচিতি পায়, সে বিষয়টিও চিন্তা করা হয়েছে’।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিসিবি’র বিভাগীয় প্রধান (মানবসম্পদ ও প্রশাসন) আতিকুজ্জামান খান, মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া রাজু প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।