ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘অভিযানে সুপারশপগুলোকেই টার্গেট করা হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
‘অভিযানে সুপারশপগুলোকেই টার্গেট করা হচ্ছে’

ঢাকা: অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য পরীক্ষার নামে অভিযান চালিয়ে সুপারশপগুলো টার্গেট করার অভিযোগ তুলেছে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন (বিএসওএ)।
 
রোববার (১৫ মে) নগরীর গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নিয়াজ রহিম লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।


 
লিখিত বক্তব্যে আরও জানানো হয়, নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে আমরা অব্যাহত হয়রানির শিকার হচ্ছি। এর প্রতিবাদে রোববার সারাদেশে স্বপ্ন, মীনা বাজার, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেফ, আলমাস, আমান ও আগোরাসহ সব ধরনের সুপারমার্কেট বন্ধ রয়েছে।
 
নিয়াজ রহিম অভিযোগ করে জানান, সুপারমার্কেটগুলো যেখানে নিরাপদ খাদ্যের জন্য ভূমিকা রাখছে, তখন সেখানে কেবল ভ্রাম্যমাণ আদালত নয়, পুলিশ, র‌্যাব ও মিডিয়াসহ বারবার অভিযান চালানো হচ্ছে। এ ধরনের অভিযানে সুপার মার্কেটগুলোকে টার্গেট করা হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সুপার মার্কেটগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।