ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিপি বাস্তবায়ন ২৫ শতাংশ ছাড়াতে পারেনি ৮ মন্ত্রণালয়

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এডিপি বাস্তবায়ন ২৫ শতাংশ ছাড়াতে পারেনি ৮ মন্ত্রণালয়

ঢাকা: চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাস (জুলাই-এপ্রিল) পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)  বাস্তাবায়নের হার ২৫ শতাংশ ছাড়াতে পারেনি সরকারের ৮টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ।

চলতি অর্থবছরের বাকি দুই মাসে শতভাগ এডিপি বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বছরের এ সময় পর্যন্ত মোট এডিপি বাস্তবায়নের হার মাত্র ৫০ দশমিক ১২ শতাংশ।

সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আইএমইডি সূত্র জানায়, ১০ মাসে শিল্প মন্ত্রণালয় ১৮ শতাংশ, নির্বাচন কমিশন সচিবালয় ২১ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১৭ শতাংশ, অর্থ বিভাগ ১৯ শতাংশ, ভূমি মন্ত্রণালয় ২৫ শতাংশ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২১ শতাংশ, পরিকল্পনা বিভাগ ৭ শতাংশ এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এডিপি বাস্তবায়ন হার মাত্র ৯ শতাংশ।

চলতি অর্থবছরে মোট এডিপি বরাদ্দ ৯৩ হাজার ৮৯৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬১ হাজার ৮৪০ কোটি এবং প্রকল্প সাহায্য ২৯ হাজার ১৬০ কোটি টাকা। অথচ ১০ মাসে মোট বরাদ্দ থেকে এডিবি বাস্তবায়ন মাত্র ৪৭ হাজার ৫৯ কোটি টাকা বা ৫০ দশমিক ১২ শতাংশ। এর মধ্যে জিওবি ২৯ হাজার ৯৪৮ কোটি এবং প্রকল্প সাহায্য ১৫ হাজার ১৬০ কোটি। চলতি অর্থবছরে ১ হাজার ১৫৫টি প্রকল্পের বিপরীতে এসব এডিপি বাস্তবায়িত হয়েছে।

এডিপি বাস্তবায়ন কম হওয়া প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থবছরের প্রথমভাগে এডিপি বাস্তবায়ন সব সময়ই কম হয়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও অনেকের বিল বাকি থাকে। আমাদের একটা সমস্যা হচ্ছে সব কাজই শেষ সময়ে করতে অভ্যস্ত। প্রথম ১০ মাসে ৫০ শতাংশ এডিপি বাস্তবায়ন হলেও শেষ দুই মাসে বেশি হবে। এতে বছর শেষে হয়তো দেখা যাবে ৯০ শতাংশের উপরে এডিপি বাস্তবায়ন হবে।

১০ মাসে বড় বরাদ্দের মধ্যে স্থানীয় সরকার বিভাগের এডিপি বাস্তবায়ন হার ৬৩ শতাংশ। ১৫ হাজার ৬৪৫ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে ৯৯০ কোটি। বিদ্যুৎ বিভাগে বরাদ্দ ছিল ১৫ হাজার ২২২ কোটি টাকা খরচ হয়েছে ৯৩৩ কোটি টাকা। বাস্তবায়নের হার ৬১ শতাংশ। তবে সেই তুলনায় সেতু বিভাগের বাস্তবায়ন হার ভালো নয়, মাত্র ৪১ শতাংশ। ৬ হাজার ৪০০ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র ২ হাজার ৬০৪ কোটি টাকা।

এডিপি বাস্তবায়নের সর্বোচ্চ মন্ত্রিপরিষদ বিভাগ ১২৩ শতাংশ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৮৫০ কোটি টাকা, কিন্তু ১০ মাসে খরচ হয়েছে ১ হাজার ৪৫ কোটি টাকা। এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ে ৮৪ শতাংশ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৭২ শতাংশ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৯৬ শতাংশ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ৬৯ শতাংশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও ৬৯ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মোট বরাদ্দ ছিল ৪ হাজার ৯৫ কোটি টাকা ১০ মাসে খরচ হয়েছে ৩ হাজার ৯৩৭ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।