ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতীয় বাজেটে গার্মেন্টস শিল্পে বরাদ্দ বাড়ানোর দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
জাতীয় বাজেটে গার্মেন্টস শিল্পে বরাদ্দ বাড়ানোর দাবি ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ঢাকা: কম মূল্যে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের রেশনিং চালু করতে জাতীয় বাজেটে গার্মেন্টস শিল্পে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো।
 
শনিবার (২১ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর রনী, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহতাব উদ্দিন শহীদ, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক মো. বজলুর রহমান বাবলু, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং  বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি শেফালী হোসেন।
 
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, আসন্ন বাজেটে পোশাক শ্রমিকদের জন্য কাঙ্খিত বরাদ্দ না থাকলে শ্রমজীবী মানুষের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হবে।
 
তাই আসন্ন বাজেটে গার্মেন্টস শ্রমিকের জন্য বরাদ্দ বাড়িয়ে ১ হাজার টাকার প্যাকেজ মূল্যে ৩০ কেজি চাল, ১৫ কেজি আটা, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি চিনি, ৫ কেজি ডাল, ও দুই কেজি শিশুখাদ্য (গুড়াদুধ) প্রদানের লক্ষ্যে রেশনিং চালুর ব্যবস্থা করার দাবি জানানো হয়। এছাড়া ক্রমাগত বাড়িভাড়ার অত্যাচার থেকে রক্ষার জন্য সরকারি-বেসরকারি উদ্যোগে ডরমেটরি নির্মাণ, বিনা সুদে অর্থ প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দের দাবি জানানো হয়।
          
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ২১, ২০১৬
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।