ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশাল জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ২৬, ২০১৬
 বরিশাল জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত

বরিশাল: বরিশাল জেলা কৃষি ঋণ কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অর্থ মন্ত্রণালয়ের সচিব (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান) মো. ইউনুসুর রহমান বলেন,  দেশের বেসরকারি ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ দিয়ে তা আদায় করতে সচেষ্ট থাকে। অপরদিকে, সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এর বিপরীত চিত্র দেখা যায়। যথাযথভাবে ঋণ আদায় করতে না পারায় প্রতি বছর সরকারের ক্ষতি হচ্ছে।

তিনি আরো বলেন, গেল বছর বরিশালে কৃষি ঋণ দেওয়া হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকা। যে ঋণ তোলার কাজ এখনো চলছে।

বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে সভায় বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, বরিশাল কৃষি ব্যাংকের জিএম আফজাল করিমসহ বরিশালের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ২৬, ২০১
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।