ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেধাবী শিক্ষার্থীদের এক্সিম ব্যাংকের বৃত্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ২৯, ২০১৬
মেধাবী শিক্ষার্থীদের এক্সিম ব্যাংকের বৃত্তি

ঢাকা: করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বৃত্তি প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছে এক্সিম ব্যাংক।

 

রোববার (২৯ মে) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান
করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন সঞ্জীব চ্যাটার্জীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমি এহসানুল হক, মো. হুমায়ূন কবীর, শাহ্ মো. আব্দুল বারীসহ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ২৯, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।