ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাদিমনগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
খাদিমনগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েটিফোর.কম

সিলেট: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই বাজেটে প্রত্যাশিত আয় হিসেবে ২ কোটি ৬৫লাখ ৩০হাজার ৪৫৩ টাকা এবং সম্ভাব্য ব্যয় ২ কোটি ৬৫ লাখ টাকা দেখানো হয়েছে।

রোববার (২৯ মে) বিকেলে ইউনিয়ন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন।

বাজেটে আগামী অর্থবছরের জন্য এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসেচ, মানসম্পদ উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বাজেট অধিবেশনে ইউনিয়ন চেয়ারম্যান মো. দিলোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল আহাদ।

সনাক সিলেটের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বাজেট আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন টিআইবি কর্মকর্তা লক্ষীকান্ত।

সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব মিয়া।

বক্তারা বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের জনগণের জন্য কী কী উন্নয়ন করা হবে, তা তাদের জানার অধিকার আছে। এ জন্য উন্মুক্ত বাজেট ঘোষণার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য বশির আহমদ, ফয়জুর রহমান, সিরাজুল ইসলাম, মো. সাফির মিয়া, দেলোয়ার হোসেন, নাজিম উদ্দিন ইমরান, আনছার আলী, ফয়জুর রহমান ফয়জুল, আতাউর রহমান শামীম, সংরক্ষিত আসনের সদস্য রুকেয়া বেগম ফুলেছা, হামিদা বেগম, নেছারুন নেছা, সাবেক সদস্য মহাব্বত আলী, জালাল উদ্দিন, গফুর মিয়া, মুজিবুর রহমান ও ইউপি সচিব তপন মজুমদার প্রমুখ।

এদিকে, বাজেট অধিবেশন শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে সচেতনতামুলক কর্মশালা। এতে ওই ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এএএন/পিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।