ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থমন্ত্রীর হাতে পূর্ণাঙ্গ প্রতিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
অর্থমন্ত্রীর হাতে পূর্ণাঙ্গ প্রতিবেদন ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রিজার্ভের টাকা চুরির বিষয়ে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন।

সোমবার (৩০ মে) দুপুর সোয়া ২টার দিকে প্রতিবেদনটি অর্থমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং সদস্য সচিব অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এসই/আরএইচএস/পিসি

***পূর্ণাঙ্গ  প্রতিবেদন দিতে মন্ত্রণালয়ে ফরাসউদ্দিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।