ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মে ৩০, ২০১৬
রংপুরে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি চলছে

রংপুর: রমজানের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে সরবরাহ শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সারাদেশের মতো রংপুর নগরীর ৫টি পয়েন্টে খোলা বাজারে ছোলা, চিনি, মুসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে তারা।

সোমবার (৩০ মে) দুপুরে নগরীর সিটি করপোরেশনের প্রধান ফটকে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন সিটি মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু ও জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার জানান, জেলায় ২ জন ও নগরীতে ৫ জন ডিলার ন্যায্যমূল্যে ৫টি নিত্যপণ্য বিক্রি করছে। এজন্য রংপুর বিভাগের ৭ জেলায় ২ জন করে ১৪ জন ও সিটি করপোরেশনে ৫টি পয়েন্টে ৫ জনসহ মোট ১৯ জন ট্রাক সেলের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

টিসিবির রংপুর কার্যালয়ের প্রধান মিশকাতুল আলম বাংলানিউজকে জানান, খোলা বাজারে বিক্রির জন্য রংপুর বিভাগে ৩শ’ ৬৬ জন, রংপুর জেলার ৮ উপজেলায় ১শ’ ৩৪ ও মহানগরে ৮৯ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ কার্যক্রম পুরো রমজানে চলবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।