ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক ভলিবল লিগের পুরস্কার বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, মে ৩১, ২০১৬
ন্যাশনাল ব্যাংক ভলিবল লিগের পুরস্কার বিতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ-২০১৬ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে রোববার (২৯ মে) ভলিবল স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সহ-সভাপতি মোস্তফা কামাল ও তাবিউর রহমান পালোয়ান এবং ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন।
 
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তিতাস ক্লাব ও রানার্সআপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাতে ট্রফি তুলে দেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তিতাস ক্লাব ৩০-২৮, ২৭-২৫ ও ২৫-২০ পয়েন্টে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পরাজিত করে। এবারের লিগে তৃতীয় হয়েছে বিজিবি। লিগের সেরা ডিফেন্ডার হন তিতাসের সুজন, বিজিবির জিল্লুর এবং যৌথভাবে সেরা অ্যাটাকার হন তিতাসের আল জাবির ও লিংকন সোহেল।
 
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং ব্যবসার পাশাপাশি দেশের সামাজিক-সাংস্কৃতিক বিশেষ করে ক্রীড়াক্ষেত্রকে সমৃদ্ধ করতে পৃষ্ঠপোষকতা করে আসছে।
 
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৬
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।