ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভিশন বৈশাখী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
ভিশন বৈশাখী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা: বৈশাখ উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেছে ভিশন ইলেকট্রনিক্স।

 

বুধবার (০১ জুন) রাজধানীর প্রাণ-আরএফএল কার্যালয়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভিশন-এর বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ।

গত এপ্রিল মাসে পহেলা বৈশাখ উপলক্ষে ভিশন ইলেকট্রনিক্সের ফেসবুক পেজে ফ্যানদের ছবি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ১৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।  

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ভিশন ব্র্যান্ডের ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন, রাইস কুকার, ও স্টিম আয়রন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড ম্যানেজার রাকিব আহমেদ ও মোহিত চক্রবর্তী, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন এবং বাজুকা ডিজিটালের সিইও সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, জুন ০২, ২০১৬
আরআইইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।