ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ২, ২০১৬
হিলি শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছবি-সংগৃহীত

হিলি (দিনাজপুর): ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আমদানি-রফতানিকৃত পণ্যের শুল্কহার কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (০২ জুন) সকাল থেকেই হিলি শুল্ক স্টেশনে পণ্যের বিল এন্ট্রি ও সাবমিট, পণ্য পরীক্ষা, শুল্ক নির্ধারণ ও পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তবে বন্দর দিয়ে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য চালু রয়েছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, চলতি অর্থবছরের বাজেট অধিবেশনের ‍কারণে কাস্টমসে আমদানিকৃত পণ্যের বিল এন্ট্রি ও সাবমিটসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কিছু পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে আটকা রয়েছে।

তবে আগের দিনে আমদানি-রফতানিকৃত যেসব পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন ও আউটপাশ হয়েছিল সেগুলোর ডেলিভারি করা হচ্ছে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, নতুন বাজেটে অনেক পণ্যের ওপর শুল্ক আরোপ হতে পারে বা কম হতে পারে। ফলে শুল্ক স্টেশনে বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ০২, ২০১৬‍
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।