ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুন ৪, ২০১৬
‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ৫ শতাংশ সুদে ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে বকনা বাছুর ক্রয়ের জন্য ঋণ বিতরণ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

শনিবার (০৪ জুন) উপজেলার মান্ডোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখার উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন-ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ হালিমউদ্দীন শাহ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখার ব্যবস্থাপক এবং এসএভিপি মো. রেজুয়ানুল হক ও গোদাগাড়ী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এসএভিপি মো. আলী হায়দার মুর্তুজার সভাপতিত্বে কর্মসূচিতে মোট ১৩০ জন নারীর মধ্যে ১২৯ টি বকনা বাছুর কেনার জন্য ৬৪ লাখ ৫০ হাজার টাকারে ঋণ বিতরণ করা হয়।

ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞেপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।