ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি-ড্যানিশ ফুডস করপোরেট চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ৭, ২০১৬
রবি-ড্যানিশ ফুডস করপোরেট চুক্তি

ঢাকা: বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশনস, কল রেট, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা, ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ ইন্টারনেট সেবা উপভোগ করতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি করপোরেট চুক্তি সই করেছে ড্যানিশ ফুডস লিমিটেড।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং ড্যানিশ ফুডস’র ম্যানেজিং ডিরেক্টর আজিজ আল মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেছেন বলে মঙ্গলবার (০৭ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ড্যানিশ ফুডস’র চিফ এক্সিকিউটিভ অফিসার খান মাহমুদ আলী, ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন’র হেড মো. শফিকুল ইসলাম ও এস্টেট’র জেনারেল ম্যানেজার মো. সদরুল হুদা এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন ও ম্যানেজার মো. ইমরুল শাহিদ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।