ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইফতার বিক্রেতাদের গ্লাভস, টুপি, গামছা দিয়েছে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ৭, ২০১৬
ইফতার বিক্রেতাদের গ্লাভস, টুপি, গামছা দিয়েছে এফবিসিসিআই

ঢাকা: রমজান মাসে নিরাপদ পথ খাবার বিক্রি নিশ্চিত করতে ভাসমান ইফতার সামগ্রী বিক্রেতাদের গ্লাভস, টুপি ও গামছা বিতরণ করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার (০৭ জুন) মতিঝিল এলাকার বিক্রয়কর্মীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও পরিচালক মো. হেলাল উদ্দিন।

সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রমজান মাসে সাধারণ মানুষ যাতে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার গ্রহণ করতে পারে সেজন্য এফবিসিসিআই’র এ উদ্যোগ বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।