ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেশিরভাগ পণ্যমূল্য স্থিতিশীল

বাজেটের পরও ব্যতিক্রম বাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ৮, ২০১৬
বাজেটের পরও ব্যতিক্রম বাজার

ঢাকা: প্রস্তাবিত বাজেট ঘোষণার দিন থেকেই ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ান। তবে এবার একটু ব্যতিক্রমী প্রবণতা লক্ষ্য করা গেছে।

অর্থমন্ত্রী গত ০২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এর ছয়দিন পরও বুধবার (০৮ জুন) যেসব পণ্যে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেসব পণ্যের বেশিরভাগের দাম স্থিতিশীল রয়েছে।

তবে তামাকজাত পণ্য বিড়ি ও সিগেরেটের দাম বেড়েছে। আর আগে থেকেই পরিকল্পিতভাবেই স্বর্ণের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর মহাখালী,ওয়ারলেস, নয়াপল্টন এবং বায়তুল মোকাররম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট ঘুরে এসব তথ্য জানা গেছে।  

বিড়ি ও সিগারেট
বাজেট ঘোষণার দিন থেকেই বিড়ি ও সিগারেটের দাম বেড়েছে। এর মধ্যে প্রতি প্যাকেট বিড়ির দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা। আর প্রতিটি সিগারেটের খুচরা দাম কোনোটিতে ১ টাকা আর কোনোটিতে ২ টাকা বেড়েছে।

মহাখালীর মুদি দোকানদার আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, বাজেটের কারণে  দেশি বিড়ি কোম্পানি আকিজ ও দিলিপ বিড়ি প্যাকেটপ্রতি ৪ থেকে ৫ টাকা বেড়েছে। গত ০১ জুন (বাজেট ঘোষণার আগের দিন) ৮টাকা প্যাকেট আকিজ বিড়ি বিক্রি করেছি। আজ সেই বিড়ি বিক্রি করছি ১৩-১৪ টাকায়।

তিনি আরও জানান, বেনসন সিগারেট প্রতিটি ১৩ টাকা, গোল্ডলিফ ৯-১০ টাকা এবং শেখ ও নেভি সিগারেট প্রতিটি ৫ ও ৬ টাকায় বিক্রি করছেন তিনি।

বেড়েছে সোনার দাম
বাজেটে স্বর্ণ ব্যবসায়ীদের কোনো সুবিধা দেওয়া হবে না জেনেই বাজেট ঘোষণার আগে হঠাৎ করে গত ৩১ মে ক্যারেটপ্রতি দেড় হাজার টাকারও বেশি দাম বাড়ায় স্বর্ণ ব্যবসায়ী সমিতি। নতুন এই তালিকা অনুসারে ২২/২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম ৪৫ হাজার ৪৯৭ টাকা। এর আগে ছিলো ৪৩ হাজার ৪৫৬ টাকা। আর ২১/২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম ৩৭ হাজার ৬০ টাকা থেকে ৩ হাজার ৯৩৫ টাকা বাড়ানো হয়েছে।

বায়তুল মোকাররম মার্কেটের নিচতলার আমিন জুয়েলার্সের সেল বিভাগের কর্মকর্তা মো. মুসা খান বাংলানিউজকে জানান, বাজেট ঘোষণার তিনদিন আগে দাম বাড়ানো হয়েছে। এরপর নতুন করে দাম বাড়ানো হয়নি। ফলে বাজেটের পর স্বর্ণের দাম বাড়েনি।

মহাখালীর খুচরা সোনা ব্যবসায়ী সাইদুল কবির জানান, সোনা ক্যারেটপ্রতি ৪৫ হাজার টাকা আর রুপা ৯শ’ টাকায় বিক্রি করছেন তিনি।

বিদেশি বই
মহাখালীর কেয়া লাইব্রেরির মালিক বলেন, ‘নতুন করে বইয়ের দাম বাড়ানো হয়নি। আগের দামেই বিক্রি করছি। আমার বইগুলো আগের কেনা। নতুন করে গত কয়েকদিনে কোনো কিছু কেনা হয়নি। তবে দাম বাড়লে আরো কিছুদিন পরে দাম বাড়াতে পারি’।

বাজেটে শিশুদের ছবির বই ও ড্রয়িং বই আমদানিতে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

রুটি ও বিস্কুট
পাউরুটি ও বন্ড রুটি, হাতে তৈরি কেক এবং বিস্কুটের দাম বাড়েনি বলে জানিয়েছেন ইনজয় কনফেশনারি অ্যান্ড ডিপার্টমেন্টের মালিক নজরুল ইসলাম। তিনি বলেন, এখনো দাম বাড়েনি। কিন্তু ৫ বছর আগে বাজেটে ময়দা-আটাসহ বেশ কিছু পণ্যের দাম কমানো হলেও কোম্পানির মালিকরা তা মানেননি।

হোসেন বেকারির  মালিক জানান, নতুন বাজেট ঘোষণার পর নতুন করে কোনো পণ্যের দাম বাড়েনি।

বাজেটে ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বনরুটি, হাতে তৈরি কেক, বিস্কুটের ওপর মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পাদুকা
নয়াপল্টনের পলওয়েল সুপার মার্কেটের পাদুকা ব্যবসায়ী শিপন আজাদ জানান, আগের দামেই তাদের পণ্যগুলো বিক্রি করছেন। তবে শিগগিরই প্লাস্টিক ও রাবারের তৈরি পাদুকার দাম বাড়ানো হবে।

এর কারণে হিসেবে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে এর ওপর কম কর বসানো হয়েছে। বাজেটে ১২০ টাকা মূল্য পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকার ওপর থেকে মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হয়েছে।

ওয়াশিং মেশিন
নতুন বাজেটের পর ওয়াশিং মেশিনের দাম বাড়েনি, আগের দামেই বিক্রি হচ্ছে। আকার ভেদে এসব ওয়াশিং মেশিন ৪ হাজার টাকা থেকে বিক্রি হচ্ছে লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নিচতলার তোসিবা শো’রুমের কর্মকর্তা শাখওয়াত হোসেন সাগর জানান, গত তিনমাস ধরে ওয়াশিং মেশিনের দাম বাড়েনি। তারা আগের দামেই মেশিনগুলো বিক্রি করছেন।

তিনি জানান, সাড়ে ৬ কেজি ওজনের মেশিন ২৮ হাজার ৯শ’ টাকা আর ৮ কেজি ক্ষমতা সম্পন্ন মেশিন ৩০ হাজার ৯শ’ টাকায় বিক্রি হচ্ছে।

প্যানাসনিকের কর্মকর্তা জুবায়ের জানান, তাদের শো’রুমে ৬ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত মোট ২৪ ধরনের পণ্য বিভিন্ন দামে বিক্রি করছেন।

বাজেটে গৃহস্থালিতে ব্যবহার্য ১২ কেজির কম ক্ষমতার ওয়াশিং মেশিন আমদানিতে শুল্কহার ১ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও ইউপিএস ও আইপিএস, ট্রাভেল এজেন্সি ও মেডিটেশন সেবা, বায়োমেট্রিক স্ক্যানার পণ্যগুলো আগের দামে কেনা-বেচা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।