ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষুদ্র-মাঝারি শিল্পে প্যাকেজ ভ্যাট ২০ শতাংশের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ৯, ২০১৬
ক্ষুদ্র-মাঝারি শিল্পে প্যাকেজ ভ্যাট ২০ শতাংশের দাবি ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রস্তাবিত ২০১৬-১৭ বাজেটে ক্ষুদ্র-মাঝারি শিল্প খাতে বর্ধিত প্যাকেজ ভ্যাট প্রত্যাহার করে ২০ শতাংশ করার দাবি জানিয়েছে পুরাতন ঢাকা ব্যবসায়ী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এমন দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়কারী গিয়াস উদ্দিন খোকন বলেন, ক্ষুদ্র-মাঝারি খাতের ব্যবসা-প্রতিষ্ঠানের জন্য এবারের প্রস্তাবিত বাজেটে কর অব্যাহতির সীমা ৩০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ধন্যবাদ যোগ্য।

তবে এবার খুচরা ও পাইকারি পর্যায়ে যে পরিমাণ প্যাকেজ ভ্যাট নির্ধারণ করা হয়েছে তা দেশের ব্যবসায়ীরা গ্রহণ করবেন না বলে মন্তব্য করেন তিনি। আমরাও এ ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেওয়ার প্রয়োজন মনে করি। তবে তা দেশের সব অঞ্চলে আগের নিয়মের সঙ্গে ২০ শতাংশ বর্ধিত রাখার দাবি প্রস্তাব করছি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, এবারের প্রস্তাবিত বাজেটে ঢাকা অঞ্চলের প্যাকেজ ভ্যাট ১৪ হাজার বাড়িয়ে ২৮ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ১৮ হাজার করার প্রস্তাব করেছে। আর ব্যবসায়ী ঐক্য পরিষদ তা ১৬ হাজার ৮’শ টাকা করার প্রস্তাব জানিয়েছে।

প্যাকেজ ভ্যাট স্থায়ীভাবে আইনে অন্তর্ভুক্ত করলে ভ্যাট বিষয়ক জটিলতার অবসান হবে বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন। তিনি বলেন, এর ফলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে ও ক্ষুদ্র-মাঝারি শিল্প ব্যবসায়ীরা হয়রানিমুক্ত হয়ে কর দেওয়া উৎসাহিত হবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সমন্বয়কারী কামাল হোসেন, আবুল খায়ের, নাসির উদ্দিন, মোহাম্মদ ইকবাল জামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
টিএইচ/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।