ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাপড় আমদানিতে মিথ্যা ঘোষণা

স্টাইল থেকে আদায় এক কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
স্টাইল থেকে আদায় এক কোটি টাকা

ঢাকা: কম দাম ও কম ওজনের মিথ্যা ঘোষণা দিয়ে এক কোটি ১০ লাখ টাকার অতিরিক্ত শুল্ক দিতে হয়েছে মের্সাস স্টাইল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানকে।
 
রাজধানীর আহসান উল্লাহ রোডের আমদানিকারক প্রতিষ্ঠানটি সম্প্রতি মংলা বন্দর দিয়ে ৪০ ফুট কন্টেইনারে করে চীন থেকে কাপড় আমদানি করে।


 
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মংলা কাস্টমসের সহায়তায় কন্টেইনারটি পরীক্ষা করে ওজন ও শুল্কায়নের মধ্যে ব্যাপক অনিয়ম পান।
 
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মংলা কাস্টমসে মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। পরে বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ জুন) রায় দেন। রায়ে জরিমানাসহ ১ কোটি ১০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, আমদানিকারক প্রতিষ্ঠানটির পক্ষে গত ১৮ এপ্রিল মেসার্স এসআরএস সিন্ডিকেট সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি (সি৭৭৪৬) দাখিল করেন।
 
কাপড়ের চালানে কম দাম ও কম ওজন দেখানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা গত ২৫ মে কন্টেইনারটি পরীক্ষা করে অনিয়ম পান।
 
পরে মংলা কাস্টমসে মামলা করা হলে কমিশনার আল আমিন প্রামাণিক জরিমানাসহ ১ কোটি ১০ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন।
 
প্রতিষ্ঠানটি মঙ্গলবার শুল্ক পরিশোধ করে। এর মধ্যে ৫৩ লাখ টাকা ব্যক্তিগত জরিমানা। আমদানিকারকের ঘোষণা অনুযায়ী মাত্র ১৪ লাখ টাকা শুল্ক ধার্য হতো বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।