ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন স্থাপনে চুক্তি স্বাক্ষর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন স্থাপনে চুক্তি স্বাক্ষর

ঢাকা: আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পটিতে ব্যয় হচ্ছে ৩৪ হাজার ৭৩৪ কোটি টাকা। এটি নির্মাণকল্পে চুক্তি স্বাক্ষর করেছে রেল মন্ত্রণালয় ও সিটিএম।

চায়না রেলওয়ে গ্রুপ, তমা কন্সট্রাকশন ও ম্যাক্স ইন্সফ্রাকচারের সমন্বিত কোম্পানিই সিটিএম নামে কাজ করছে।

রাজধানীর রেল ভবনে বুধবার (১৫ জুন) দুপুর তিনটায় চু্ক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের পক্ষে সাগর কৃষ্ণ রায় ও সিটিএম জয়েন্ট ভেঞ্চারের পক্ষে গোলাম মো. আলমগীর।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডাবল রেললাইনের কাজ সাড়ে তিন বছরের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও রেলমন্ত্রী মো. মুজিবুল হক ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ‘আগের সব সরকারের আমলে রেল বিভাগ ছিলো অবহেলিত। বর্তমান সরকার রেলের উন্নয়নে কাজ করছে। বর্তমানে ৪০টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমরা চাই, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হোক’।

প্রকল্প ব্যয়ের ৬৮ দশমিক ৩ শতাংশ সহায়তা দিচ্ছে এডিবি, ইআইবি দিচ্ছে ২৭ দশমিক ৮ শতাংশ ও সরকার দিচ্ছে ৩ দশমিক নয় শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।