ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে ‘মোজো কার তুমি কার’ পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
রাজশাহীতে ‘মোজো কার তুমি কার’ পুরস্কার বিতরণ

রাজশাহী: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় মোজো ব্রান্ডের ‘মোজো কার তুমি কার’ কনজ্যুমার প্রোগ্রামের রাজশাহী অঞ্চলের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুন) বিকেলে রাজশাহী মহানগরীর এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ ও মোবাইল ফোন সেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার আবু ইউসুফ, এরিয়া সেলস ম্যানেজার শরিফুল ইসলাম, এ বি এম ফখরুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, মোজো ৫০০ মিলিলিটার, ১ লিটার ও ২ লিটার বোতল কিনে এর ক্যাপ খুললেই মিলে যাবে নিশ্চিত পুরস্কার। পুরো রমজান মাস জুড়েই চলবে এই অফার।

অফারের সর্বোচ্চ পুরস্কার রয়েছে নতুন একটি গাড়ি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসএস/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।