ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাব বাঘা শাখায় ঋণ আদায় মহাক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
রাকাব বাঘা শাখায় ঋণ আদায় মহাক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বাঘা শাখায় ঋণ আদায় মহাক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জুন) দুপুরে এ সংক্রান্ত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকজন ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণের টাকা আদায় করেন।

রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মুহম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জোনের জোনারেল ব্যবস্থাপক রফিকুল আলম চৌধুরী, বাঘা উপজেলা নির্বাহী অফিসার হামিদুল ইসলাম, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান শফি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক খান। এছাড়া শাখার ব্যবস্থাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

মাহাক্যাম্পে ২৫০ জন ঋণগ্রহীতার কাছ থেকে প্রায় ১ কোটি টাকা ঋণ আদায় করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান বলেন, এ ধরনের ঋণ আদায় ক্যাম্পের মাধ্যমে ঋণ গ্রহীতা এবং ব্যাংকারদের মধ্যে সুসম্পর্কের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এসএস/এমজেডআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।