ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
রংপুরে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

ঢাকা: ইসলামী ব্যাংক রংপুর জোনের উদ্যোগে ‘রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৬ জুন)।

শনিবার (১৮ জুন) ব্যাংকের অ্যাসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোনের প্রধান শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা ও দায়রা জজ আনোয়ার হোসেন, রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী, কারামতিয়া জামে মসজিদের খতিব মওলানা বায়েজিদ হোসাইন।

এছাড়া ইফতার মাহফিলে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উত্তর জনপদের বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, রংপুর চেম্বার অব কমার্সের নেতারা, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামাসহ রংপুর অঞ্চলের শাখাসমূহের গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।