ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলালিংকের সঙ্গে বাবা দিবস উদযাপনে গাড়ি জেতার সুযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
বাংলালিংকের সঙ্গে বাবা দিবস উদযাপনে গাড়ি জেতার সুযোগ

ঢাকা: বাবা দিবস উপলক্ষে ডিজিটাল টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার অন্যান্য সুযোগ।

 ‘ফাদার্স ডে উইন এ লাক্সারিয়াস কার কন্টেস্ট’ শিরোনামে প্রতিযোগিতার মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা জিতে নিতে পারেন বাবার জন্য সম্পূর্ণ নতুন টয়োটা ভিটজ্ গাড়ি।

বাংলালিংকের পক্ষ থেকে জানানো হয়েছে এ প্রতিযোগিতা চলবে ১৫ জুলাই পর্যন্ত।

এসএমএস ভিত্তিক এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে গ্রাহকদের *৬৩৬৮*১# ডায়াল করে হ্যাপিসেল ওয়্যাপ সার্ভিসে সাবস্ক্রাইব করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে এসএমএস’র মাধ্যমে গ্রাহকরা বাবা দিবস সম্পর্কিত প্রশ্ন পাবেন এবং উত্তর দেওয়ার মাধ্যমে পয়েন্ট অর্জন করবেন। গ্রাহকরা প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট পাবেন এবং ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা হবে না। প্রতিটি এসএমএস’র চার্জ ২ টাকা (ভ্যাট, সাপ্লিমেনটারী ডিউটি, এবং সাপ্লিমেনটারী চার্জ প্রযোজ্য)।

প্রতিযোগিতা শেষে যে গ্রাহক সবার আগে ৫০ হাজার পয়েন্টে অর্জন করবেন, তিনি তার বাবার জন্য একটি বিলাসবহুল টয়োটা ভিটজ্ গাড়ি জিতে নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া ৫০ হাজার পয়েন্টে পৌঁছানো বাকি গ্রাহকরা ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট পাবেন।

রোববার (১৯ জুন) বাংলালিংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ক্যাম্পেইনের শেষে সব বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

বাংলালিংকের হেড অব কন্টেন্ট, মার্কেটিং জিয়াউল হক শিকদার বলেন, ‘একজন বাবা হলো সেই ব্যক্তি যিনি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সন্তানের জন্য সবচেয়ে সেরা কাজটি করেন এবং সন্তানদের উজ্জল ভবিষ্যৎ উপহার দেওয়ার চেষ্টা করেন। এবার বাবা দিবসে বাংলালিংক ‘ফাদার্স ডে উইন এ লাক্সারিয়াস কার কন্টেস্ট’ আয়োজন করেছে। এই  প্রতিযোগিতায় অংশ নিয়ে গ্রাহকরা তাদের বাবাকে একটি গাড়ি উপহার দিতে পারবেন। ’

বিস্তারিত জানাতে ক্লিক করুন:

 

http://www.banglalink.com.bd/en/special-offers/service-internet-current-promotion/service-current-promotion/fathers-day-win-a-luxurious-car-contest/

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৬
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।