ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতিসংঘ লিডার সামিটে অংশ নিচ্ছে ‘লিড’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ২১, ২০১৬
জাতিসংঘ লিডার সামিটে অংশ নিচ্ছে ‘লিড’

ঢাকা: দুইদিনব্যাপী দ্য ইউএন গ্লোবাল কমপ্যাক্ট লিডারস সামিট-২০১৬ নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বুধবার (২২ জুন) শুরু হচ্ছে। যার সমাপনী হবে ২৩ জুন অর্থাৎ বৃহস্পতিবার।

বাংলাদেশ থেকে এই সামিটে অংশ নিচ্ছে দেশের অন্যতম নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা লিড (লিডারশিপ এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট)।

সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে এবারই প্রথম জাতিসংঘের নেতৃত্ব বিষয়ক সম্মেলনে আমন্ত্রিত হয়েছে লিড।

আর জাতিসংঘের লিডারস সামিট ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য একটি একক প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসায়ী, বিনিয়োগগকারী এবং ব্যবসা নীতি-নির্ধারকরা বিস্তারিত আলোচনা ও ভাব বিনিময় করতে পারেন।

এই সামিটে জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অর্জনেও বিভিন্ন দিক-নির্দেশনা পাওয়া যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নেতৃত্ব বিষয়ক এই সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, উপ-মহাসচিব জন এলিসন, ইউএন গ্লোবাল কমপ্যাক্টর প্রধান নির্বাহী লিজে কিংগো, গ্লোবাল সিটিজেনের প্রধান নির্বাহী হাগ ইভানসসহ বিশ্বের অন্যান্য দেশের ডেলিগেটরা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।