ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার ঢাকায় ‘এসএ ওয়ার্ল্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এবার ঢাকায় ‘এসএ ওয়ার্ল্ড’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কম দামে বিশ্বের সব নামি ব্র্যান্ডের ফ্যাশন সামগ্রী নিয়ে চট্টগ্রামের পর রাজধানীর মিরপুরে শো-রুম চালু করছে ‘এসএ ওয়ার্ল্ড’।
 
শুক্রবার (২৪ জুন) এসএ গ্রুপের মালিকানাধীন আন্তর্জাতিক মানের এ শপিং মলের উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।


 
বুধবার (২২ জুন) রাজধানীর কাকরাইলে এসএ পয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বিয়ষটি জানান।
 
এর আগে ৪ জুন চট্টগ্রামের নাসিরাবাদে ‘এসএ ওয়ার্ল্ড’ এর উদ্বোধন করা হয়।
 
সালাহউদ্দিন আহমেদ বলেন, মিরপুর-১০ সুইমিং পুল সংলগ্ন এসএ হায়েস্টের চারটি ফ্লোরে প্রথম এ শপিং মলের উদ্বোধন করা হবে।
 
‘নারী, পুরুষ, শিশুদের পোশাক, প্রসাধনী, জুয়েলারিসহ দেশীয় পণ্যের পাশাপাশি বিশ্বের সব নামি ব্র্যান্ডের পণ্য স্বল্প মূল্যে পাওয়া যাবে এখানে। ’
 
তিনি বলেন, বিশ্বমানের ব্র্যান্ডের পণ্য রুচিশীল ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে তুলে দেওয়াই আমাদের অঙ্গীকার। নামি শপিংমলের সব ব্যবস্থাপনা থাকবে এখানে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএ ওয়ার্ল্ড ও এসএ গ্রুপ অব কোম্পানিজ ডিসেম্বরে ‘প্যাসেফিক ইন’ নামে রংপুর ও সিলেটে চার তারকা আবাসিক হোটেলের উদ্বোধন করবে।
 
প্রায় ৩৫ বছর আগে চট্টগ্রামে এসএ পরিবহনের মাধ্যমে যাত্রা করে এসএ গ্রুপ। বর্তমানে দেশের এক নম্বর কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দেশের ৮৫টি জায়গায় এর শাখা রয়েছে।
 
শিগগির সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশেও এ সেবা চালু হচ্ছে।
 
এ সময় অন্যদের মধ্যে এসএ গ্রুপের পরিচালক সামছুল আলম প্রান্ত, এসএ টেলিভিশনের প্রধান নির্বাহী (সিইও) মাহমুদ আনোয়ার, এসএ গ্রুপের ম্যানেজার পিনাকী দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।