ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন শুরু শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন শুরু শনিবার

ঢাকা: গুচ্ছগ্রাম প্রকল্প দ্বিতীয় পর্যায়ে ৫০ হাজার গৃহহীনের মাঝে ঘর বিতরণ শুরু হচ্ছে আগামী শনিবার  (২৫ জুন) থেকে। দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার পালিবটতলী গুচ্ছগ্রামে প্রায় ৬০টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করছে সরকার।


 
ওইদিন (২৫ জুন ) বেলা সাড়ে ১১টায় পালিবটতলী গুচ্ছগ্রামে এ কর্মসূচির উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রংপুরের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।    
 
বৃহস্পতিবার (২৩ জুন) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে গুচ্ছগ্রামে ভূমিহীন, নদীভাঙা হতদরিদ্র পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে ঘর, সেনিটারি ল্যাটট্রিন ও মাল্টিপারপাস কমিউনিটি হল তৈরি করা হয়েছে। পালিবটতলী গুচ্ছগ্রামে ৬০টি ভূমিহীন পরিবারকে ঘরগুলো হস্তান্তর করা হবে।
 
গুচ্ছগ্রাম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের এটি প্রথম উদ্যোগ।
 
জনসংযোগ কর্মকর্তা আরো জানান, পর্যায়ক্রমে বিভিন্ন গুচ্ছগ্রামে ৫০ হাজার ভূমিহীনের মাঝে বিনামূল্যে ঘর বিতরণ করবে সরকার।
 
বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।