ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিবগঞ্জ পৌরসভার ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
শিবগঞ্জ পৌরসভার ১০ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১০ কোটি ৪ লাখ ৫৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র তৌহিদুর রহমান মানিক এ বাজেট ঘোষণা করেন।


 
বাজেট অধিবেশন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) এলাকার সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ।
 
বাজেটে রাজস্বখাতে ১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা, সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা ৫০ লাখ, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পে ১ কোটি, সরকার প্রদত্ত বিশেষ সহায়তা ২ কোটি, বিশেষ প্রকল্পে ১ কোটি এবং জলবায়ু পরিবর্তন প্রকল্পে ৪ কোটি টাকা আয় ধরা হয়েছে। তবে বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
 
বাজেট অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক মোল্লা ছামছুল হক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।