ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের ভরিতে ১২শ’ টাকা বাড়লো স্বর্ণের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
ফের ভরিতে ১২শ’ টাকা বাড়লো স্বর্ণের দাম

ঢাকা: এক সপ্তাহের ব্যবধানে আবারও বাংলাদেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। রোববার (২৬ জুন) থেকে নতুন এ মূল্যে কার্যকর হবে।

শনিবার (২৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমিতির দাবি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি বছরের ১৮ জুন স্বর্ণের বাড়ানো হয়।  

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৮ হাজার ৩৪৭ টাকা দরে।

শনিবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ১২৩ টাকা।
অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম এক হাজার ২২৪ টাকা বাড়ানো হলো।

রোববার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের ভরি প্রতি ৪৫ হাজার ২৩ টাকার বদলে বিক্রি হবে ৪৬ হাজার ১৮৯ টাকা দরে। এ মানের ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা বেড়েছে।

আর ১৮ ক্যারেটে ৯৯১ টাকা বেড়ে ভরি প্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৯৯ টাকা। শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণ ভরিপ্রতি দাম ছিলো ৩৮ হাজার ৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি ২৬ হাজার ৮২৭ টাকার বদলে রোববার থেকে বিক্রি হবে ২৭ হাজার ৫২৭ টাকায়।

অর্থাৎ ভরিতে ৭০০টাকা বেড়েছে। এদিকে স্বর্ণের পাশাপাশি রোববার থেকে বাড়বে রূপার দামও। শনিবার পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রূপার দাম ছিলো এক হাজার ১৬৭ টাকা।

নতুন মূল্য অনুযায়ী তা বিক্রি হবে এক হাজার ২২৫ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রূপার দাম বাড়ছে ৫৮ টাকা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।