ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কম ভিড়ে রাতে কেনাকাটা

নুরুল আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
কম ভিড়ে রাতে কেনাকাটা ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘড়ির কাঁটায় রাত ১টা। বন্ধ হয়ে গেছে রাজধানীর অধিকাংশ দোকানপাট।

তবে গভীর রাতেও কেনাকাটা চলছে রাজধানীর বিপণনী কেন্দ্রগুলোতে।

দিনের বেলার ভিড় এড়াতেই গভীর রাতে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসছেন অনেকেই। রাতে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা বেশিরভাগ ক্রেতাই চাকরিজীবি।

রোববার (২৬ জুন) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুড়ে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর চাঁদনী চক মার্কেটের দোকানিরা জানান, যারা দিনের বেলায় চাকরির কারণে মার্কেটে আসার সময় পান না, তারাই মূলত পরিবার নিয়ে রাতে কেনাকাটা করতে আসেন। দিনের বেলায় অনেকে ঘুরতে আসেন। তবে রাতে যারা আসেন তারা কেনাকাটার জন্যই মার্কেটে আসেন। তাই রাতেও ভালো বিক্রি হয়।

রাত সোয়া ১টা। চাঁদনী চক মার্কেট থেকে কেনাকাটা শেষে ছেলে-মেয়েকে নিয়ে ধানমন্ডির বাসায় ফিরছেন ফিরোজা বেগম। তিনি বাংলানিউজকে জানান, দিনের বেলায় ভিড় বেশি থাকে। রোজা রেখে এত গরমরে মধ্যে তাই দিনের বেলায় মার্কেটে আসার সাহস পাইনি। রাতে যেহেতু ভিড় কম তাই রাতে কেনাকাটা করলাম।

নিউমার্কেট থেকে জিন্সের প্যান্ট কিনছিলেন সুমন নামের এক যুবক। এত গভীর রাতে মার্কেটে জানতে চাইলে ওই যুবক বলেন, আমি নিজে একটা জুতার দোকানে চাকরি করি।   দিনের বেলায় সময় হয় না। তাই রাতে কেনাকাটা করছি।

নিউমার্কেট এফ-ওয়ান ফ্যাশন হাউজের পরিচালক বাবুল মজুমদার বলেন,  দিনের বেলায় যারা সময় করতে পারে না তারাই রাতে কেনাকাটা করতে আসেন। তাছাড়া দিনের বেলায় ভিড় বেশি থাকে বলেও অনেকে রাতে মার্কেটে আসেন।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এনএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।