ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘শার্প টাইটানিয়াম ব্লেড’ সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
‘শার্প টাইটানিয়াম ব্লেড’ সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঢাকা: ঢাকা মহানগরীর ১০০ সেলুনে মাসব্যাপী হওয়া ‘শার্প টাইটানিয়াম ব্লেড’ সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত ২৪ জুন শীর্ষস্থানীয় ডাবল এজ ব্লেড প্রস্তুতকারক সামাহ্ রেজর ব্লেডস ইন্ডাস্ট্রিস লিমিটেড (এসআরবিআইএল) এর প্রধান কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় তিনজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি করে নতুন স্যামসাং গ্যালাক্সি জে৩ মোবাইল।

এতে উপস্থিত ছিলেন এসআরবিআইএল এর চেয়ারম্যান সাহাব সাত্তার, গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অর্ণব চ্যাটার্জি ও চিফ অপারেটিং অফিসার এমদাদুল হকসহ শীর্ষ কর্মকর্তারা।

এসআরবিআইএল বিভিন্ন ধরনের ডাবল এজ ব্লেড এবং অন্যান্য সেফটি রেজর প্রস্তুত করে। সম্প্রতি তাদের নতুন ব্লেড ‘শার্প টাইটানিয়াম ব্লেড’ এর মোড়ক উম্মোচন করা হয়।  

এই ব্লেডের প্রচারণার উদ্দেশ্যেই মাসব্যাপী সেলফি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।