ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রাজস্ব ছড়া’ উপহার পেলেন নজিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
‘রাজস্ব ছড়া’ উপহার পেলেন নজিবুর রহমান

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের কাছ থেকে একটি ছড়া উপহার পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

দেশের সব স্থানে রাজস্ব সংস্কৃতি গড়ে উঠার প্রয়াসে ‘রাজস্ব ছড়া’ শিরোনামে তিনি এই ছড়াটি লেখেন।

রাজস্ববান্ধব সংস্কৃতিকে আরও বেগমান করার লক্ষ্যে নজিবুর রহমানকে স্বরচিত ছড়াটি পাঠান ইয়াফেস ওসমান।

 

‘রাজস্ব ছড়া’

আমার করে অর্থযোগ
দেশবাসী করবে ভোগ

আমার করে অর্থযোগ
আমিই আবার করব ভোগ।

আমার করে অর্থযোগ
সবাই মিলে করব ভোগ

করটা দিলে বাড়বে মান
করতো আবার ফেরত পান।

করটা দিলে ফেরত পাই
করটা দেওয়া ফরজ তাই

করটা দিলে আমিই পাই
করটা দেয়া ফরজ তাই।

ব্যতিক্রমী এমন উপহার পেয়ে ছড়াকার স্থপতি ইয়াফেস ওসমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মো. নজিবুর রহমান।

এ বিষয়ে নজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘দেশের রাজস্ব সংস্কৃতি পরিবর্তনের হাওয়া লেগেছে। আমাদের স্লোগান হলো, ‘জনকল্যাণে রাজস্ব’। রাজস্ব উন্নয়নের অক্সিজেন। কাজেই রাজস্ব প্রদান ছাড়া জনকল্যাণ সম্ভব নয়। ’
 
ছড়ার প্রতিটি শব্দ অসাধারণ উল্লেখ করে তিনি বলেন, ‘কর দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। কর দেওয়া ফরজ। নাগরিক দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
আরইউ/এসআরএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।