ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেরপুর পৌরসভার ৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
শেরপুর পৌরসভার ৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরে ৩৪ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেলে পৌরসভার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র আব্দুস সাত্তার এই বাজেট ঘোষণা করেন।

পৌরসভার নানামুখী উন্নয়নসহ নাগরিক সেবার মান বাড়ানোর জন্য এবারের বাজেটে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।

বাজেটে নিজস্বখাত ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৪ কোটি ৯২ লাখ টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ৭০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরি ৫১ লাখ টাকা, মিউনিসিপ্যাল গভর্ন্যান্স প্রকল্প (এমজিএসপি) থেকে ২১ কোটি ১১ লাখ টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে ১ কোটি টাকা, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ১ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৫ কোটি টাকার আয় ধরা হয়েছে।

অপরদিকে ওইসব নানামুখী উন্নয়ন কর্মসূচির জন্য ৩৪ কোটি ২৪ লাখ টাকা বাজেটে ব্যয় ধরা হয়েছে।

পৌর মেয়র আব্দুস সাত্তার বলেন, ১৮৭৬ সালে শেরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেয়েছে। এই পৌরসভার নাগরিক সেবার মান বাড়াতে এই বাজেট তৈরি করা হয়েছে। প্রস্তাবিত বাজেটটি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এর মাধ্যমে পৌরবাসীর নাগরিক সেবার মান নিশ্চিত করা হবে। এজন্য তিনি সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, নিমাই ঘোষ, এবিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, ফিরোজ আহম্মেদ জুয়েল, রেজাউল করিম বিপ্লব, মুকুল হোসেন, জাহিদুর রহমান টুলু, সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, মহিলা কাউন্সিলর এসএম ফরিদা হক, লায়লা আঞ্জুমানয়ারা, আঞ্জুয়ারা বেগম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমবিএইচ/জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।