ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রবি কর্মীদের মানব ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেবে বিআইএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
রবি কর্মীদের মানব ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেবে বিআইএম

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান রবি’র কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)।

রবি’র চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ এবং বিআইএম’র সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সেলর মাহবুব উল আলম সম্প্রতি এ সংক্রান্ত এক চুক্তিতে সই করেন।

বৃহস্পতিবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, ‘ফার্স্ট লাইন ম্যানেজার’ শিরোনামে আয়োজিত ছয় মাসব্যাপী এ প্রোগ্রামে কোম্পানির মধ্য শ্রেণীর কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রবি’র ২৫০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ পাবেন। মালয়শিয়া ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের মেধা ব্যবস্থাপনা প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

ক্লাসরুম ও ভার্চুয়াল- দুই উপায়েই এ ফার্স্ট লাইন ম্যানেজার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। প্রশিক্ষণ শুরুর আগে এ কর্মসূচিতে অংশ দেওয়া সব কর্মকর্তারা ৩৬০ ডিগ্রি লিডারশিপ অ্যাসেসমেন্ট দ্বারা মূল্যায়িত হবেন। প্রশিক্ষণ শেষে অগ্রগতি যাচাইয়ের জন্য তাদের আবারো মূল্যায়ন করা হবে। পাশাপাশি কর্মকর্তাদের বাস্তব জীবনের বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেবে এ প্রশিক্ষণ কর্মসূচি। এর মাধ্যমে তারা নিজেদের মানব ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতাকে আরো শাণিত করতে পারবেন।

এছাড়াও রবি’র কর্মীদের ব্যবস্থাপনা আচরণের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণের ওপর বিশেষভাবে নজর দেওয়া হবে। বর্তমান ব্যবসায় পরিবেশের চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী নেতৃত্ব দিতে পারার মতো সক্ষমতা অর্জনই এর মূল্য লক্ষ্য। বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রজন্ম ব্যবধানের গুরুত্বের বিষয়টিও প্রশিক্ষণে বিশেষভাবে জোর দেওয়া হবে।

আশা করা যাচ্ছে যে, প্রশিক্ষণ কর্মসূচি শেষে কর্মীরা কোম্পানির উদ্ভাবন ও গতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এবং শিল্পের অন্যান্য চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি হবেন।

চুক্তি সইয়ের সময় উপস্থিত ছিলেন বিআইএম’র যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মো. শাহাদাত হোসেন মাহমুদ ও পরিচালক (প্রশিক্ষণ) ড. পারভীন আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন রবি’র রিসোর্সিংয়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতান, এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান ও কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমআইএইচ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।